March 26, 2023, 3:24 pm

বাঁশখালীতে ভূমি অফিসের দালাল আটক

মুহাম্মদ আনিচুর রহমান হানিফ:  চট্রগ্রামের বাঁশখালীতে উপজেলা  ভূমি অফিসে দালালি করতে আসা কালীপুর ইউনিয়নের  শাহ আলমের  পুত্র ও  দলিল লেখক পরিচয় দানকারী মোঃ ইমরান (২২) নামক এক দালালকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভুমি খোন্দকার মাহমুদুল হাসান ।
উল্লেখ্য যে এর আগেও দুইবার ইমরান নামক ওই দালালকে জরিমানা করা ও মুচলেকা নেওয়া হয়েছিল বলেও জানান। জনস্বার্থে  ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণের এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার ভুমি খোন্দকার মাহমুদুল হাসান।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD