April 1, 2023, 10:28 pm

News Headline :
খাস জায়গা দখল করে বসবাসের মহোৎসব; উদাসীন কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা..অধ্যাপক শাহজাহান মিয়া মদন ফায়ার স্টেশনের উদ্যোগে রসুলপুর ফেরিঘাটে নৌ মহড়া মান্দায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ সান্দিড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে বিজিবি‘র গুলিতে নিহত-১, গুলিবিদ্ধ-১ দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জির ইফতার বিতরণ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন সান্তাহারে ইউপি চেয়ারম্যান তৃপ্তির দেওয়া নতুন পোশাকে ঈদ করবে মাদরাসার শিক্ষার্থীরা ধুনটে খাদ্যনালীতে জর্দা আটকে শিশুর মৃত্যু

বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের দীক্ষাদান

‘সুন্দর বিশ্বের জন্য আমরা গার্লস গাইড’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় ‘দীক্ষাদান কর্মসূচী’। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দীক্ষাদান কর্মসূচীতে মোট ৭টি বিদ্যালয়ের দুই শতাধিক মেয়েরা অংশগ্রহণ করে।

 

গার্লস গাইডের স্থানীয় কমিশনার শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রভাসিনী সিনহার সভাপতিত্বে ও সম্পাদক আলপনা সেনের সঞ্চালনায় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ, বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক সম্পাদক শাহানা আফরিন রোজি, জেলা সম্পাদক রোকসানা আক্তার তুলি, কোষাধ্যক্ষ শামীম আরা, আঞ্চলিক প্রশিক্ষক সুফিয়া বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কবিতা দাশ,গার্লস গাইড সদস্য অপর্ণা ভট্টাচার্য মীরা, রোকশানা বেগম লনী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রোকসানা বেগম, বাডস রেসিঃ মডেল স্কুল এন্ড কলেজের নাজনীন বেগম কামালী, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিমা গোস্বামী, সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের শুভ্র দে, মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয়ের আসমা বেগম, রেসিডেন্সিয়াল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের তাহমিনা রহমান, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মুন্নী রানী শীল, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সুষ্মিতা দে প্রমূখ।

শ্রীমঙ্গলস্থ উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অংশগ্রহণকারী গার্লস গাইডদের সু-সজ্জিত বৃত্তকে ঘিরে সৃষ্ট সুন্দর এক আবহে গাইড নেত্রীরা তাদের শিক্ষার্থীদের দীক্ষা প্রদান করেন। এসময় গার্লস গাইডদের নতুন সদস্যরাও ছিল পুলকিত ও আনন্দিত। গার্লস গাইডের দীক্ষামন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের দীক্ষা ব্যাজ তুলে দেয়া হয়। নতুন প্রত্যেক গাইডকে স্বীকৃতি স্বরূপ ‘গাইড টেস্ট কার্ড’ প্রদান করা হয়।

সবশেষে আঞ্চলিক, জেলা ও স্থানীয় গাইড নেত্রী ও সবকটি বিদ্যালয়ের গাইডদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গণসংগীত।

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD