March 26, 2023, 3:19 pm

বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন নওগাঁ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
সোমবার ১৪ নভেম্বর নওগাঁ শহরস্থ মুক্তির মোড়ে বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে  মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নওগাঁ নামাজগর গাউসুল আজম কামিল মাদ্রাসার অধ্যক্ষ পিএম আদম আলী, সাধারণ সম্পাদক ওয়ারেজ আলী, সহ-সভাপতি মতিয়ার রহমান ও উপজেলার সভাপতি  সাধারণ সম্পাদকসহ মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ।
মানববন্ধনে বক্তাগণ বলেন বাংলাদেশের ৯১% মুসলমান দেশে ষষ্ঠ শ্রেণী হতে সপ্তম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে যেসব ঘটনা এবং চিত্র প্রকাশিত হয়েছে তা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অবমাননাকর। তারা বর্ণিত বিষয়ে সরকারের সমালোচনা করে তারা শিক্ষানীতিতে ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তাদের ১৩ দফা দাবির মধ্যে অন্যতম দাবী হচ্ছে মাদ্রাসা শিক্ষার জন্য সরকারের প্রণীত শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন, শিক্ষা ক্রম অনুযায়ী পাঠ্য বই প্রণয়নের পূর্ব পর্যন্ত প্রচলিত পাঠ্যপুস্তক সমূহে পাঠদান অব্যাহত রাখা, সাধারণ শিক্ষায় এসএসসি পরীক্ষায় ১০০০ নম্বর নির্ধারণ, বেসরকারি সকল স্তরের শিক্ষক কর্মচারীগণের চাকরি জাতীয়করণ।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ২০১৮ সালে প্রণীত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষানীতির শতভাগ বাস্তবায়ন, মহিলা কোটা শিথিল ও সংশোধন, মাদ্রাসার শিক্ষকগণের জন্য বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ স্কুল ও কলেজের নীতিমালা ২০২১ এর সাথে সমন্বয় অন্যতম ।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD