March 25, 2023, 7:20 am

বাগান থেকে চানাচুর বিক্রেতার মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মুনছুর রহমান (৪০) নামে এক চানাচুর বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালমান্দা গ্রামের একটি ইউক্যালিপ্টাস বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সকল আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মুনছুর রহমান উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা (শিলালপাড়া) গ্রামের বদর উদ্দিন কবিরাজের ছেলে। বাড়িতে চানাচুর তৈরি করে তিনি উপজেলার বিভিন্ন দোকানে ফেরি করে বিক্রি করতেন বলে জানা গেছে।

নিহত মুনছুর রহমানের বাবা বদর উদ্দিন কবিরাজ বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামের সাহেব আলীর ছেলে জাহাঙ্গীর আলম বাড়ি থেকে তার ছেলে মুনছুর রহমানকে ডেকে নিয়ে যান। দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় পরিবার থেকে ছেলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়। তিনি কান্নাজড়িত কন্ঠে আরও বলেন, এরপর আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের সহায়তায় বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে গোয়ালমান্দা মাঠের ভেতর ইনতাজ আলীর ইউক্যালিপ্টাস বাগানে ছেলের মরদেহ পাওয়া যায়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম বলেন, সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD