স্থানীয় ও প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তার বাবার সাথে শীতের পোশাক কেনার জন্য বাসা থেকে বের হয়ে যাওয়ার পর জেলার সদর থানাধীন চন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট কাজীপাড়া এলাকার সাবেক চেয়ারম্যান করিম কাজির হাসকিং বয়লার মিলের সামনে সকাল পৌনে ১০টার দিকে পৌঁছালে তাদের মোটরসাইকেল একটি সিএনজিকে অতিক্রম করার সময় রুহি পিছন থেকে ছিটকে পড়ে গেলে একই দিক থেকে আসা ইট ভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টরের চাকা রুহির মাথার উপর দিয়ে চলে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষণে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, এখন পর্যন্ত থানায় এবিষয়ে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।