March 24, 2023, 8:32 am

বিএনপির দৌড় নয়াপল্টন থেকে গুলশান; তাদের মধ্যে ভালো মানুষ ও যোগ্য নেতা নেই..নওগাঁয় বাহাউদ্দিন নাসিম

নওগাঁ প্রতিনিধি: আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি নামক রাজনৈতিক দলটির নেতৃত্ব দেয়ার মত যোগ্যতা নেই। বিএনপিতে কোন ভাল মানুষ ও

যোগ্য নেতা নেই। ১০ ডিসেম্বর দেশ দখলের দিবা স্বপ্ন দেখছে দূর্নীতিবাজ বিএনপি নেতারা। তাদের দৌড় নয়াপল্টন থেকে গুলশান আর প্রেসক্লাবে বসে বকবক করা। দেশে কোন অপশক্তি আবারো আঘাত হানতে চাইলে প্রতিহত করা হবে। সংবিধান অনুযায়ী যে নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে এবং সেই নির্বাচনকালীন সরকার শেখ হাসিনা সরকার। সেই সরকারের অধীনে আওয়ামীলীগ আগামী নির্বাচনে অংশ নিবে।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ‍্য। আর সেই লক্ষ‍্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার দরিদ্র মানুষের দারিদ্রতা দূর করতে, মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় ইতিমধ‍্যইে দারিদ্রতার হার ২০শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।

সরকারের বিরুদ্ধে ভোট কারচুপি সম্পর্কে বিএনপি’র অভিযোগের জবাব দিয়ে তিনি বলেন, বিএনপি’র হা না ভোট এবং ১৫ ফেব্রুয়ারীর নির্বাচনের কথা দেশবাসী ভুলে যায়নি। পৃথিবীর ইতিহাসে সব চেয়ে ন‍্যাক্কারজনক ভোট ডাকাতি করেছিল বিএনপি। তাদের মুখে বর্তমান সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ শোভা পায় না।

তিনি রবিবার বিকেলে শহরের নওযোয়ান মাঠে দীর্ঘ ৮বছর পর জেলা স্বেচ্ছা সেবকলীগের ত্রি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. ওমর ফারুক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

সম্মলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মালেক, সাধারন সম্পাদক খাদ‍্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ-৩ আসনের সংসদ সদস‍্য ছলিম উদ্দিন তযফদার সেলিম, নওগাঁ-৫ আসনের সংসদ সদস‍্য ব‍্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস‍্য আনোয়ার হোসেন হেলাল, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার ফারুখ আমজাদ ও নির্মল গোস্বামী, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল এবং কেন্দ্রীয় কমিটির ডিজিটাল ও আর্কাইভ বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান এবং কেন্দ্রীয় গ্রন্থ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম বিপুল।

সম্মেলনে অন‍্যান‍্যরে মধ‍্যে বক্তব‍্য রাখেন রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলা চেয়ারম‍্যান লায়েব উদ্দিন লাবলু এবং নওগাঁ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি নাসিম আহম্মেদ নাসিম।

সম্মেলনে নওগাঁ জেলার ১১টি উপজেলাসহ মোট ১২টি ইউনিটের কাউন্সিলরগণসহ নওগাঁ জেলার আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ এবং পার্শ্ববর্তী রাজশাহী, বগুড়া, জয়পুরহাট,চাপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নওজোয়ান মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য নওগাঁ সার্কিট হাউসে সম্মেলনে দ্বিতীয় পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের পরবর্তী তিন বছরের জন‍্য একটি নতুন কার্যকরী কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD