March 25, 2023, 7:49 am
বিএনপির সমাবেশ উপলক্ষে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ময়মনসিংহ বিভাগের সব বাসযাত্রীরা বিপাকে পড়েছেন। বাসের জন্য কেউ দাঁড়িয়ে, কেউ বসে অপেক্ষা করলেও বাসের কোন দেখা নেই।
শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকে এ চিত্র রাজধানীর আবদুল্লাহপুর মোড়ে। বেলা দুইটায় ময়মনসিংহ শহর এলাকায় বিভাগীয় সমাবেশ ডেকেছে বিএনপি।
সংশ্লিষ্টদের ধারণা বিএনপির সমাবেশের কারণে সকাল থেকেই বন্ধ আছে ময়মনসিংহ বিভাগের জেলা জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের বাস।
জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, সমাবেশকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা রয়েছে। তাই গণপরিবহনের নিরাপত্তার কথা চিন্তা করে শনিবার ময়মনসিংহে বাস, ট্রাক, অটোরিকশা চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে বিএনপি নেতাদের অভিযোগ, গণসমাবেশে জনসমাগম ঠেকাতেই সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকরা। তবে আওয়ামী লীগ নেতাদের দাবি, এ ব্যাপারে তারা কিছুই জানেন না।
ময়মনসিংহ যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করছেন সুমাইয়া খাতুন। তিনি বলেন, যে গরম পড়ছে, তার ওপর বাস চলছে না। পদে পদে ভোগান্তি। আর বাস না চলায় ভাড়াও দিতে হচ্ছে বেশি। অন্যদিকে সময়ও লাগছে বেশি।
শেরপুর রুটের কয়েকজন বাস চালক জানান, আশা করছি শিগগিরই বাস চলাচল স্বাভাবিক হবে। এদিকে সড়কে রিকশা, সিএনজি অটোরিকশা চললেও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।