March 26, 2023, 3:39 pm

বিজয় দিবসে ফুলবাড়ীতে ১০ সাংবাদিককে সংবর্ধনা প্রদান

মেহেদী হাসান,ফুলরবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ১০জন পেশাদার সাংবাদিককে সংবর্ধনা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

শুক্রবার মহান বিজয় দিবসে দুপুর ১২ টায় ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত কুচ-কাওয়াজ অনুষ্ঠানে নির্বাচিত ১০জন সাংবাদিককে ক্রেষ্ট দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সাংবাদিকতায় বিশেষ অবদানের সন্মাননা ক্রেষ্ট প্রাপ্ত সাংবাদিকরা হলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ,উপজেলা প্রসেক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সিনিয়র প্রভাষক আবু শহীদ,সাধারন সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদি হাছান উজ্জল,দৈনিক করতোয়া এর প্রতিনিধি সহকারী অধ্যাপক (অবঃ) শেখ সাবির আলী,দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ রজব আলী,মাইটিভি প্রতিনিধি সাংবাদিক ফিজারুল ইসলাম ভুট্টু,দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হারুন উর রশিদ,দৈনিক সমকাল প্রতিনিধি প্রভাষক আজিজুল ইসলাম ও দৈনিক দেশ মা ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ।

সাংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,ফুলবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম,কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD