March 26, 2023, 3:51 pm
জাহিনুর বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে (৬ডিসেম্বর) মঙ্গলবার রাত ১১টায় উপজেলার ঘোড়াঘাট-হিলি রেলগেট নামক স্থানের ব্র্যাক অফিসের সামনে বালুবাহী দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে আরেকটি ধানবাহী ট্রাক ধাক্কা দিলে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজলার খাগরাটা গ্রামের কছিমুউদ্দিনের পুত্র ট্রাককের হেলপার শাকিল ঘটনাস্থলে (১৮) নিহত হয় ।
অপরদিকে ৭ডিসেম্বর সকাল নয়টায় পৌর শহরের টাটকপুর নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে নওগাঁ থেকে ছেড়ে আসা রংপুরগামী বি আর টি সি বাসের সাথে দিনাজপুর থেকে বিরামপুর গামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থল থেকে আহতদের বিরামপুর স্বাস্থ্য কমপেক্সে নিলে দিনাজপুর রেল কলোনির লোকমান আলীর পুত্র সোহেল রানা (৩৭) ও বালুবাড়ীর রোস্তম আলীর মেয়ে সেলিনা (২৮) কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।