March 24, 2023, 8:47 am

বিয়ে বাড়িতে রান্না করতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিয়ে বাড়িতে রান্না করার সময় বিদ্যুৎপৃষ্টে গাজী প্রামানিক (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মিরাট ইউপির চরকানাই গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গাজী প্রামানিক ওই গ্রামের ছলিম প্রামানিকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে ওই গ্রামে এক বিয়ে বাড়িতে রান্নার কাজ করছিল গাজী প্রামানিক। রান্নার করার সময় রান্নার হাতা ওপরের বিদ্যুতের তারের সাথে বেঁধে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কৃষক গাজীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD