March 24, 2023, 10:31 am
তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের লাটেরহাট আদর্শগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি মো. দেলওয়ার হোসেন।
এসময় জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব, জেলা পরিষদের মহিলা সদস্য মোছাঃ মীরা মাহবুব ও ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৮ নভেম্বর ২০২২ রাতে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের লাটেরহাট আদর্শগ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মানুষের কোন ক্ষতি হয়নি তবে সেখানকার ১২টি বাড়ী পুড়ে ভষ্মিভুত হয় এবং প্রত্যেক বাড়ীর সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।