March 26, 2023, 3:26 pm
তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জরুরী সংকট মোকাবিলা জন্য নতুন সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রিভাইভ প্রকল্পের আওতায় এ আর্থিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরিচা ইউপি চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, ইএসডিও রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহাবুবুল হক, প্রকল্প অফিসার মোঃ রাজিউর রহমান রাজু, উপজেলা অফিসার মোছা. মোসলেম খাতুন। এসময় ৮৩ জনকে ৬ হাজার করে মোট ৪ লক্ষ ৯৮হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়।