March 26, 2023, 2:57 pm

বীরগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যানের পরলোকগমন

তোফাজ্জল, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক সাতোর ইউপি চেয়ারম্যান রবীন্দ্র নাথ রায় গবিন বর্মন পরলোকগমন করেছেন।

তিনি রবিবার দুপুর পৌণে একটায় সাতোর ইউনিয়নের দলুয়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অংসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বহু গুনগ্রাহী রেখে গেছেন। রাত ৮টা ৩০ মিনিটে দলুয়া হরে কৃষ্ণ আশ্রমে প্রার্থনা সভা শেষে পারিবারিক মহাশ্মশান ঘাটে মৃতের মরদেহের সৎকার্য সম্পন্ন করা হবে। তিনি মৃত্যুকালে স্ত্রী, পুত্র, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী জন রেখে গেয়েছেন।

তাঁর মৃত্যুতে তাঁর মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD