March 24, 2023, 9:30 am

বীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে ছোট ঢেপা নদীতে ডুবে আতিক (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের শাপলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আতিক ওই এলাকার ফজর আলীর ছেলে।

 

পারিবারিক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা ঢাকায় থাকার সুবাদে একই গ্রামে নানা লতিফ ইসলাম বাড়িতেই থাকেন। আতিক দুপুরে খেলছিল, এ সময় সবার অজান্তে বাড়ির পাশে নদীর পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর নানার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর নদীতে তার দেহ ভাসতে দেখে।

 

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে মোহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দীন জানান, শিশু আতিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর)

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD