March 26, 2023, 3:47 pm

বীরগঞ্জে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে পানিতে ডুবে তৌফিকুর রহমান তাসিন (১৩) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

 

সোমবার দুপুরে রহিমবখস উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাসিন উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের সাইফুল রহমানের ছেলে এবং কবিরাজহাট হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ শাখার ছাত্র।

 

জানা যায়, দুপুরে রহিমবখস উচ্চ বিদ্যালয়ের পাশে ফয়সাল অটো রাইস মিলের পুকুরে বাড়ির ছাগলকে গোসল করাতে নিয়ে যায় তাসিন সহ তার দুই বন্ধু। এক পর্যায়ে পুকুরের পানিতে সে ডুবে যায়৷ তার বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ৪নং ওয়ার্ড ইউপি সদস্য সাব্বির হাসান রয়েল জানান, তাসিনের মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ঘটনার বিষয়টি নিশ্চিত করে থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর)

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD