April 1, 2023, 11:56 pm
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে ধনঞ্জয় রায় (১৮) নামে একজন নিখোঁজ হয়েছে।বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ধনঞ্জয় পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিবাসর পাড়ার মধু চন্দ্রের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নদীতে প্রতিমা বিসর্জনের সময় তলিয়ে যায় ধনঞ্জয়। অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।
এ সংবাদ লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখে বীরগঞ্জ ফায়ার সার্ভিস।
তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর)