April 1, 2023, 11:32 pm
এক সাথে চলবো, সুন্দর সমাজ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বীরগঞ্জ সরকারি কলেজ হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে তাজমহল মোড় পর্যন্ত সদস্য ও অতিথিবৃন্দরা প্রদক্ষিন করেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাকসুদুল হক।
বাংলাদেশ সেচ্ছাসেবী কল্যাণ পরিষদের উপদেষ্টা সাংবাদিক উত্তম শর্মার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য আবু হুসাইন বিপু। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিলিং ষ্টেশন এর স্বত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টু, নারী উদ্যোক্তা অপরাজিতা যুব নারী কল্যান সংস্থার নির্বাহী পরিচালক নিশিতা রায় নিশি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি এনায়েত উল্লাহ সিয়াম।
আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং উপজেলা পযার্য়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় মোঃ মতিউর ইসলামকে বাংলাদেশ সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ এর সদস্যবৃন্দ ফুল দিয়ে সংবর্ধনা জানান।
তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর)