March 24, 2023, 9:38 am
‘কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরীফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ কমল কৃষ্ণ রায়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মনোরঞ্জন অধিকারী। এসময় উপজেলার ৫০ জন কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর)