March 24, 2023, 10:32 am
তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সংসদ, বীরগঞ্জ থানা, বীরগঞ্জ পৌরসভা, আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
নিহতদের স্মরণে ১মিনিট নিরবতা শেষে বিশেষ দোয়া কামনা করা হয়। এরপরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা এর সভাপতিত্বে সকাল ৯টায় বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেট গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম। এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ, আনসার সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্যারেড প্রদর্শন শেষে শিক্ষার্থীরা একে একে মনমুগদ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন এবং খেলাধুলা অনুষ্ঠিত হয়।
বিকেলে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউএনও জিনাত রেহেনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির। শেষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।