March 26, 2023, 4:12 pm

বীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

তোফাজ্জল, বীরগঞ্জ (উপজেলা) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলহাজ্ব আব্দুল মোতালেব (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ধূলাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব উপজেলার শতগ্রাম ইউনিয়নের কিসামত খড়িকাদাম গ্রামের বাসিন্দা। তিনি ঝাড়বাড়ী হাটখোলার মুদি ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়,

মোতালেব মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে ঝাড়বাড়ী হাটে দিকে আসছিলেন। পথে ধূলাউড়ী কাঁচা রাস্তা থেকে বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কে উঠলে জামতলী বাজার থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত ৮টার দিকে মারা যান। এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল রেখে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।মোতালেব এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

উল্লেখ্য, ১১ অক্টোবর বিকেলে ধূলাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিহত মোতালেব এর ভাতিজা খড়িকাদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল সড়ক দুর্ঘটনায় নিহত হন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD