March 26, 2023, 3:55 pm
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নে বীরগঞ্জ টি বি এম কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে এ ভবন উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।
টি বি এম কলেজের সভাপতি ড. প্রকৌশলী মো. মামুনুর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মো. জিয়াউর রহমান জিয়া, সাধারন সম্পাদক মো. মাকসুদুজ্জামান সাজু।
স্বাগত বক্তব্য রাখেন টি বি এম কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী। এর আগে একই ইউনিয়নে ড. প্রকৌশলী মো. মামুনুর রশিদ সায়েন্স এন্ড টেকনোলজি (পলিটেকনিক) ইন্সটিটিউট ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন এমপি গোপাল।
তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ