June 3, 2023, 6:36 pm

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত রানা (২৮) আদমদীঘি সদর ইউনিয়নের কদমা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, গত রবিবার (২২মে) দুপুরে আদমদীঘি সদর ইউনিয়নের কদমা গ্রামে পারিবারিক পুকুরের পানি থেকে শ্যাওলা উঠানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারাপিটের ঘটনা ঘটে। একপর্যায়ে বড় ভাই কোরবান হোসেনের লাঠির আঘাতে ছোট ভাই রানা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী ক্লিনিকে নেয়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ২ টায় মারা যান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থ নেওয়া হবে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD