March 26, 2023, 2:44 pm
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ভুট্টা ক্ষেত থেকে ইসরাফিল মোল্লা (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে বাড়ীর লোকজন। ঘটনাটি ২৪ নভেম্বর দিবাগত রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামে একটি মাঠের ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ইসরাফিল মোল্লা রাজশাহী জেলার বাগমাড়া উপজেলার বড়-মাধাইমুড়ি গ্রামের ইয়াছিন আলী মোল্লার ছেলে। শুক্রবার ২৫ নভেম্বর বিকালে লাশের ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। এব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রজু করা হয়েছে।
মৃতার স্ত্রী কারিমা খাতুন (৪০) জানান, ২৪ নভেম্বর সন্ধা আনুমানিক সারে পাঁচটায় ব্রজপুর গ্রামের মাঠে তাদের ভুট্টা ক্ষেতে কীটনাশক দিতে যান তার স্বামী। অনেক রাত পর্যন্ত বাড়ী না আশায় ফুটবল খেলা দেখে আসবেন ধারণা করে বাড়ীর সকলে ঘুমিয়ে পরি। ভোর হয়ে গেলেও বাড়ীতে না আসায় এদিক-সেদিক খোজাখুজির এক পর্যায়ে ভুট্টার জমিতে গিয়ে মৃত মানুষের মত পড়ে থাকতে দেখতে পাই। আমার চিৎকার শুনতে পেয়ে বাড়ীর লোকজন মিলে বাড়ীতে নিয়ে আসি। পরে গ্রামবাসী এসে মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। সকলের ধারনা ঔষধ স্প্রে করার সময় পায়ে সেন্ডেল বা মুখে মাস্ক না থাকায় বিষকৃয়ায় মারা গেছেন।
আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে নিহতের বাড়ী থেকে লাশ নিয়ে এসে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাটিয়েছি। রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।