March 25, 2023, 7:28 am

মদনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

নেত্রকোণার মদনে  “সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) মদন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাহাঙ্গীরপুর টি. আমিন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম।
অনুষ্ঠানের প্রধান অতিথি এ কে এম লুৎফর রহমান বলেন, জাতীয় কন্যা শিশু দিবস প্রতিবছরই মহিলা অধিদপ্তরের অধীনে পালন করা হয়। কন্যা শিশু ও ছেলে শিশুর মধ্যে সমাজে যে বৈষম্য রয়েছে তা দূর করতে আমাদের সকলের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সে ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অপরিহার্য। সর্বোপরি তারা যেন কোনোভাবেই তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক কর্মী, ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী প্রমুখ।
মদন (নেত্রকোন) প্রতিনিধি :

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD