March 26, 2023, 4:14 pm

মদনে দুর্বৃত্তের হামলায় প্রাণ গেল ব্যবসায়ীর

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার পৌর শহরের মদন বাজারের মুদি দোকান ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস (৪০) বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের চুরির আঘাতে মৃত্যুবরণ করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার ২৫শে ডিসেম্বর রাত আনুমানিক ১০টার কাছাকাছি সময়ে প্রতিদিনের ন্যায় দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাত হয়ে হরি মন্দিরের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে, স্থানীয় লোকজন দেখতে পেয়ে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাথে থাকা টাকা সহ ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে এ ঘটনা ঘটতে পারে।
মৃত বাবুল চন্দ্র দাস মদন পৌর শহরের ৪ নং ওয়ার্ডের মদন গ্রামের হিন্দু পাড়ার বাসিন্দা মৃত হেমচন্দ্র দাসের ছেলে। তিনি ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানের পিতা ছিলেন। তার বড় মেয়ে চলতি মাসে ৭ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ করেন। তার মৃত্যুতে এলাকায় ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক হাসপাতালে পাঠানো হয়ে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। এখনো কোনো মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD