admin
- Sunday, May 15, 2022 / 706 বার পঠিত

নেত্রকোনা মদন উপজেলার ফতেপুর ইউনিয়েনের চালাকান্দা গ্রামে ১৪ই মে দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে ৫ জন আহত হয়েছে।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, একই গ্রামের ফাইজুর রহমানের ছেলে জুনাইদ(১৩) ফতেপুর এস.এ.সি.উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র। সে প্রতিদিনের ন্যায় বিদ্যালয় হতে বাড়ি ফেরার পথে চালাকান্দা গ্রামের এমদাদুল হক ফুল মিয়া চৌধুরীর লোকজন জুনাইদকে পথ আগলে মারপিট করতে চাইলে, জুনাইদের লোকজন বাদা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে হারেছ মিয়ার ছেলে খাইরুল ইসলাম(৩৬), আঃখালেকের ছেলে কামাল হোসেন(৩০), আশাদুল চৌধুরীর ২ছেলে সামারুল চৌধুরী(২৭) ও জাকারিয়া চৌধুরী(১৭), ফারুক ইয়ার চৌধুরীর ছেলে নাজমুল হুদা চৌধুরী(২৮) আহত হলে পরিবারে লোকজন মদন উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার খাইরুল ইসলামের অবস্থা আশঙ্কা জনক থাকায় উন্নত চিকিৎসার জন্য মায়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং অন্যরা মদন হাসপাতালে ভর্তি আছে।
ফতেপুর ইউনিয়ের চেয়ারম্যান সামিউল হায়দার সফিক বলেন, পূর্ব সত্রুতা জের ধরেই এ ঘটনা ঘটে। পূর্বে আমি তাদের মধ্যে মীমাংসা করেছিলাম। আজকের ঘটনাটি আমি লোকমুখে শুনেছি।
মাদন থানার ওসি(তদন্ত) মোঃ মাজেদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মদন (নেত্রকোন) প্রতিনিধিঃ