March 25, 2023, 7:44 am

মদনে বজ্রপাতে নিহত-১

নেত্রকোনা মদন উপজেলার মদন ইউনিয়নের গঙ্গানগর গ্রামে (৩ সেপ্টেম্বর) শনিবার দুপুরে জিন্নাত আলীর ছেলে ফারুক মিয়া (৩৫) নামের একজনের বজ্রপাতে মৃত্যু হয়।  এছাড়াও উপজেলার গোবিন্দশ্রী গ্রামের আনোয়ারা আক্তার (৪৫) ও কামরুল ইসলাম (৪৮) নামের দু’জনের আহতের খবর পাওয়া যায়।

লাইটে হূরি হাওরে থাকা কয়েকজন কৃষক জানান, আমরা জমিতে ধান রুপন করতে ছিলাম। বজ্রপাতের পর দেখি ফারুক মিয়া জমিতে পড়ে আছে।

মদন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম আকন্দ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ রহিছ মিয়া জানান, শনিবার দুপুরের দিকে ফারুক মিয়া এলাকার লাইটে হূরি হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মদন থানা ওসি মোঃ ফেরদৌস আলম জানান, বজ্রপাতে ফারুক নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD