March 25, 2023, 6:53 am

মদনে মাছ ধরতে গিয়ে পানিতেই মৃত্যু

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার মাঘান ইউনিয়নে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতেই স্ট্রোক করেন কাজল মিয়া (৩৫) নামের এক যুবক। পরবর্তীতে স্বজনরা কাজল মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা যায়, বৃহস্পতিবার (৮ডিসেম্বর) জঙ্গল ডিঙিয়ে ডেমারগাতী গ্রামের বাসিন্দা রবি মিয়ার ছেলে কাজল মিয়া গ্রামের পাশের নদীতে মাছ ধরতে গেলে আনুমানিক সকাল ৮টার দিকে এই ঘটনাটি ঘটে।
মৃতের ভাগিনা মুকুল মিয়া(৪০) জানায়, সকালে মামাকে নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে পানিতেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মামাকে মৃত ঘোষণা করেছে।
এ বিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. নয়ন ঘোষ জানান, কাজল মিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহিদুর রহমান বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD