March 26, 2023, 3:02 pm
নেত্রকোণার মদনে মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ শেখ রাসেল-এর ৫৯ তম জন্মদিন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীমের সঞ্চালনায়, মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফের উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ছাত্রলীগ , যুবলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ উপজেলার মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।