March 25, 2023, 8:13 am

মদনে সাংবাদিকের উপরে হামলা

মদন নেত্রকোনা: নেত্রকোনার মদনে ফসল রক্ষা বাদ কেটে মাছ ধরার ওপর  বিভিন্ন সংবাদ মাধম্যে সংবাদ প্রচারিত হওয়ার পর  “ভোরের ডাক” পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিনের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে দুর্বৃত্তরা। সোমবার (২১নভেম্বর) সন্ধ্যায় মদন উপজেলার জাহাঙ্গীরপুর (সেন্টার মোরে) লোকমান মার্কেটে তার অফিসে ঘটনাটি ঘটে।
সাংবাদিক নিজাম উদ্দিন জানান, ফসল রক্ষা বাদ কেটে মাছ ধরার উপর সংবাদ প্রচার করার জন্য রোকন মিয়া, আরিফ মিয়া, কিরণ মিয়া, বিজয় মিয়া সহ আমাকে হত্যার উদ্দেশ্যে ১০\১২ জন অনেক মারধর করে। তারপর পুলিশ আমাকে উদ্ধার করলে স্থানীয় লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে আমি মদন থানায় একটি অভিযোগ করি।
এ বিষয়ে হামলাকারী রোকনসহ কয়েকজনের সাথে ফোনে যোগাযোগ করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমি এ বিষয়ে অবগত হয়েছি এবং ওসি সাহেবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে  নির্দেশনা দিয়েছি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহিদুল ইসলাম জানান, এ বিষয়ে আমি একটি লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD