admin
- Sunday, November 6, 2022 / 59 বার পঠিত

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় মদন। আকাশে উড়ে লাল সবুজের পতাকা।
(৬ নভেম্বর ) রোববার দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ নানা কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে রয়েছে, জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক
অর্পণ, বিজয় র্যালি, প্রার্থনা ও মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ পত্র বিতরণ।
উপজেলার মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার তানজিনা শাহরীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল আমিন, মদন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল রবিউল ইসলাম, ওসি মুহাম্মদ ফেরদৌস আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামছুল ইসলাম খসরু, বীর মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান প্রমূখ।