admin
- Friday, October 14, 2022 / 85 বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরের বটতলীহাট দারুল হাদিস দাখিল মাদ্রাসার সুপার শাহাজাহান কবিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও ছাড়ার অভিযোগ উঠেছে। এঘটনায় বিভিন্ন দপ্তরে গত ১১ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবক ও স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলীহাট দারুল হাদিস দাখিল মাদ্রাসা সুপার শাহাজান কবির তার নিজস্ব “Shahjahan kabir” নামে ফেসবুক আইডি থেকে গত ৩ অক্টোবর একটি অশ্লীল ভিডিও ছাড়ে। এতে করে ওই প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়। বর্তমানে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। মাদ্রাসা ও এলাকার মান ক্ষুন্ন হয়েছে। একজন মাদ্রাসা’র সুপার হয়ে মোবাইল থেকে কি করে এরকম একটা নগ্ন ভিডিও ছাড়ে। এ ধরনের শিক্ষক মাদ্রাসার দায়িত্ব বা কি করে পালন করে, অনতিবিলম্বে তাকে চাকরি থেকে বহিষ্কার করাসহ আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান অভিযোগে।
এবিষয়ে শিক্ষক রুকুনুজ্জামান, শিক্ষার্থী অভিভাবক সেলিম রেজা, দেলুয়ার হোসেন ও ইয়ার বক্সসহ এলাকার সচেতন মহল বলেন, একজন মাদ্রাসার সুপার এই রকম কাজ করতে পারে সেটা বিশ্বাস করতেও কষ্ট হয়।
এ বিষয়ে সুপার শাহাজাহান কবির সত্যতা স্বীকার করে বলেন, আমার ফেসবুক আইডি থেকে ভুলক্রমে নগ্ন ভিডিও গিয়েছে এ ব্যাপারে আমি অনুতপ্ত।
মাদ্রাসার সভাপতি মজিবর রহমান বলেন, বিষয়টি শুনেছি এবং লিখিত অভিযোগ পেয়েছি, এ বিষয়ে ইউএনও স্যার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ প্রতিনিধি