March 24, 2023, 10:35 am
মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় নায়েব আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি বাজারের গরুহাটির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নায়েব আলী ভারশোঁ ইউনিয়নের মুর্শিদপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নায়েব আলী আজ মঙ্গলবার দেলুয়াবাড়ি বাজারে এসে দুপুর ১২ টার দিকে গরুহাটির মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নওগাঁ-রাজশাহীগামী বেপরোয়া গতির একটি পিকআপ গাড়ী তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১ টায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থালে পুলিশ পাঠিয়ে আটককৃত পিকআপটি থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত নায়েব আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।