April 1, 2023, 11:46 pm
বগুড়ার আদমদীঘিতে মিনিট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-আদমদীঘির তেঁতুলিয়া গ্রামের অটোচালক রুবেল, অটোযাত্রী কুন্দগ্রামের আরজু বেগম, তার ছোট মেয়ে বিপা, মিনিট্রাকের যাত্রী নওগাঁর কুশাডাঙ্গা গ্রামের জনাব আলী, তার স্ত্রী সুলতানা বেগম, হাবিজার, তার স্ত্রী রোজি বেগম, মেয়ে সোনামনি, মৃধা বেগম, বাবু মিয়া, চকডাকাতি গ্রামের রিফাত হোসেন, নওগাঁর সোনার পট্টির শাহনাজ পারভীন, মিনিট্রাকের চালক জিগরা গ্রামের বাবুসহ ২০ জন।
আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, সন্ধ্যায় মুরইল বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি আদমদীঘি বাসস্ট্যান্ডে আসছিল। আর মিনিট্রাকটি মহাস্থান থেকে নওগাঁয় যাচ্ছিল। শিবপুর ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে অটোরিকশাটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে উল্টে গিয়ে ২০ যাত্রী আহত হন।
এর মধ্যে গুরুতর অবস্থায় আটজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি