March 25, 2023, 7:19 am

মুলা চাষে লাভবান হওয়ার প্রহর গুনছে কৃষক মমিন

বৃহস্পতিবার বিকাল ৩ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর মন্ডলপাড়ায় কাশেম সীডস কোম্পানীর উদ্যোগে এলাকার কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

কৃষক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এলাকার সফল কৃষক আব্দুল মমিন,তিনি জানান,কাশেম সীডস কোম্পানীর বরকত -৩৩ জাতের আগামন জাতের মুলা চাষ করে ভালো ফলন পেয়েছি এবং লাভবান হয়েছি।

তিনি আরো জানান, আমার ৮০ শতাংশ জমি তে মুলা সারা বছর-ই চাষ করে থাকি প্রতি বিঘা জমিতে ২০ হাজার হতে ২৫ হাজার টাকা খরচ হয় এবং তা ফলন হয় ১৪০-১৫০ মন বিঘা প্রতি। বিগত বছরগুলোতে বিভিন্ন কোম্পানির বীজ রোপণ করেছি তবে এবার কাশেম সীডস কোম্পানি বরকত বীজ রোপণ করে ভালো ফলনের আশা করি। অন্যানের মধ্য বক্তব্য রাখেন কোম্পানীর এরিয়া ম্যানেজার তৌফিক এলাহী, মার্কেটিং এন্ড সেলস অফিসার বেলাল হোসেন।

 

উপস্থিত ছিলেন জেসমিন বীজ ভান্ডারের প্রোঃ আলহাজ্ব জহুরুল ইসলাম,জাহিদ হাসান, কৃষক হাবিল ইসলাম,তাজুল ইসলাম, আইনুর ইসলাম,আইয়ুব আলী, বেলাল হোসেন, আজমল হোসেন,রিপু মিয়া, মহাতাব,মোস্তাফিজার,তজমল,মিনারুল, মামুন, আনিছার রহমান, আব্দুল বারী প্রমূখ।

 

এস আই সুমন,বগুড়া

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD