April 1, 2023, 11:57 pm

News Headline :
খাস জায়গা দখল করে বসবাসের মহোৎসব; উদাসীন কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা..অধ্যাপক শাহজাহান মিয়া মদন ফায়ার স্টেশনের উদ্যোগে রসুলপুর ফেরিঘাটে নৌ মহড়া মান্দায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ সান্দিড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে বিজিবি‘র গুলিতে নিহত-১, গুলিবিদ্ধ-১ দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জির ইফতার বিতরণ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন সান্তাহারে ইউপি চেয়ারম্যান তৃপ্তির দেওয়া নতুন পোশাকে ঈদ করবে মাদরাসার শিক্ষার্থীরা ধুনটে খাদ্যনালীতে জর্দা আটকে শিশুর মৃত্যু

মৌলভীবাজারে বিমান বাহিনীর প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ

আব্দুস শুকুর: শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : বাংলাদেশ বিমান বাহিনীর ৫০তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় মৌলভীবাজার জেলাধীন বা বি বা স্টেশন শমশেরনগরে অবস্থিত রিক্রুটস্ ট্রেনিং স্কুল গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং মার্চ পাস্ট এর অভিবাদন গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনীর প্রধান রিক্রুটদেরকে উদ্যেশে বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল আধুনিক শক্তিশালী ও পেশাদার বিমানবাহীনি গঠন। জাতির পিতার অপরিসিম প্রজ্ঞা, দুরদৃষ্টি ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বিমানবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। বিমানবাহীনি প্রধান বলেন, ইতিমধ্যে বিমানবাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টর, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ধরণের র‌্যাডার, ক্ষেপনাস্ত্র ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। এর পাশাপাশি সংযোজিত হয়েছে নতুন নতুন ঘাটি, ইউনিট প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং বৃদ্ধি পেয়েছে জনবল কাঠামো। বিমান বাহিনীর ভবিষ্যত প্রজন্মের জন্য যুগপোযগী প্রশিক্ষনে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু কমপ্লেক্স।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, নারীর ক্ষমতায়ন প্রক্রিয়ায় বাংলাদেশ পৃথিবীর যে কোন উন্নয়নশীল দেশের তুলনায় রোল মডেল। সর্ব ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠায় অংশগ্রহন নিশ্চিত করতে মাননীয় প্রধানমনন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ২০০০ সাল থেকে বাংলাদেশ বিমানবাহিনীতে নিয়মিত নারী কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে।

বিমান বাহিনী প্রধান সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিমানবাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। এ সময় তিনি আশা প্রকাশ করেন, নব বিমানসেনা তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।

এ কুচকাওয়াজের মধ্যে দিয়ে মোট ২৫২ দিনের প্রশিক্ষণ সম্পন্ন করে ৪৩৬ জন রিক্রুট বাংলাদেশ বিমানবাহীনিতে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ১৯জন নারী রয়েছেন। এসি-২ জিদান এবং এসি-২ কামরুজ্জামান যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং এ সেরা রিক্রুট বিবেচিত হন। এসি-২ জিদান সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জণ করেন। বিমান বাহিনী প্রধান কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন।

এর আগে বিমানবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান, বিবিপি বিএসপি, জিইউ, এনএসডাব্লিউ, পিএসসি এবং রিক্রুট ট্রেনিং স্কুলের অধিনায়ক এয়ার কমডোর মোহাম্মদ সাইফুদ্দিন জিইউপি, পিএসসি তাঁকে স্বাগত জানান।

অনুষ্ঠানে বিমানবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় সামরিক ও অসামরিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD