April 1, 2023, 11:15 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে জালাল হোসেন জামাল (৪২) নামের একবাস যাত্রীর ব্যাগ তল্লাশী করে ৯০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জামাল নওগাঁর পত্নীতলা উপজেলার হাড়পুর মধুবন গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে। বুধবার দুপুরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, বুধবার ভোর সাড়ে ৫টায় এক মাদক কারবারি ঢাকা থেকে নওগাঁগামী এসপি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে গাঁজা নিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করেন।
একপর্যায়ে ঢাকার গাজীপুর থেকে ছেড়ে আসা এসপি পরিবহনের বাসটি চেকপোস্টের সামনে পৌঁছলে পুলিশ সদস্যরা বাসটিকে থামার সংকেত দেয়। সংকেত পেয়ে চালক বাসটি থামালে তারা বাসের ভেতর প্রবেশ করে তল্লাশি শুরু করেন।
এসময় যাত্রীবেসে বাসের সিটে বসে থাকা জালাল হোসেন ওরফে জামাল নামের এক মাদককারবারি যুবকের ট্রাভেলব্যাগ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেন।