March 26, 2023, 3:10 pm

রাণীনগরে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে গাঁজাসহ নূর ইসলাম (৩২) ও মিথুন হাসান (৩২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার মিরাট দুই নম্বর সুইচগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূর ইসলাম উপজেলার আতাইকুলা পশ্চিমপাড়া গ্রামের আনছার রহমানের ছেলে ও মিথুন হাসান মজিদুল ইসলামের ছেলে।

 

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার মিরাট দুই নম্বর সুইচগেট এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়।

 

অভিযানে নূর ইসলাম ও মিথুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে নূর ইসলামের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও মিথুনের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে তাদের দুইজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতার দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD