March 25, 2023, 6:55 am
নওগাঁর রাণীনগরে মোরশেদা আক্তার বানু (৬৪) নামে এক নারীর ৫৬ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গাছ লাগিয়ে জমি দখলের চেষ্টা করলে বাঁধা দিতে গেলে ওই নারীসহ তার ছেলেকে মারপিট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাদুরপুর গ্রামে। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী মোরশেদা আক্তার বানু বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন। মোরশেদা আক্তার বানু নওগাঁ সরকারী কলেজের পদার্থ বিদ্যার প্রাক্তন অধ্যাপক ও রাণীনগর শেরে বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম দেলোয়ার হোসেনের স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পলি বাহাদুরপুর মৌজায় পৈত্রিক সূত্রে মোরশেদা আক্তার বানুর ৫৬ শতাংশ জমি রয়েছে। কিন্তু প্রতিপক্ষ একই গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে শিলু (২৮), মেয়ে রুলি বিবি (৩৬) ও লাভলী বিবি (৩৩), সারকী (৩২) এবং তোফাজ্জল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (৩৮) ওই জমি তাদের বলে দাবি করে আসছিল। এছাড়া বার বার ওই জমি জোরপূর্বক তারা দখলেরও চেষ্টা করছিল।
এ নিয়ে দীর্ঘদিন ধরে মোরশেদা আক্তার বানুর সাথে প্রতিপক্ষের লোকজনের বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার প্রতিপক্ষরা গাছ লাগিয়ে ওই জমি দখলের চেষ্টা চালায়। খবর পেয়ে দখলে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজনরা মোরশেদা ও তার ছেলে খন্দকার মোবাশ্বর হাসানকে লাঠি এবং রড দিয়ে এলোপাতারী মারপিট করে। এ সময় প্রতিপক্ষের লোকজন ভুক্তভোগী মা ও ছেলের গলায় থাকা স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী মোরশেদা আক্তার বানু বলেন, আমি বর্তমানে নওগাঁ শহরে থাকি। ওই ৫৬ শতাংশ জমি আমার পৈত্রিক সূত্রে পাওয়া। কিন্ত প্রতিপক্ষরা অন্যায়ভাবে তাদের বলে দাবী করে জোরপূর্বক গাছ লাগিয়ে ওই জমি দখলের চেষ্টা করে। আমি জানতে পেরে সেখানে বাঁধা দিতে গেলে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। কিন্তু আমি অল্পের জন্য বেঁচে যাই। এ সময় আমাকে শ্লীলতাহানীও করা হয়েছে। মারপিটের সময় আমার ছেলে এগিয়ে আসলে তাকেও মারপিট করেছে তারা। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি। সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে শিলু বলেন, আমরা ওখানে ১৫ শতক জমি পাবো। বিষয়টি নিয়ে সমাধানের জন্য বেশ কয়েকবার বৈঠকের পর মাতব্বরসহ গ্রামের কিছু লোকজন আমাদের জমি বের করে দিলে আমরা কয়েকদিন আগে ওই জায়গায় গাছ লাগিয়েছি। মঙ্গলবার তারাই আমাদের লাগানো গাছগুলো তুলে ফেলছিল। আমরা তাদের কোন মারপিট করিনি। তারা আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ দিয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মোরশেদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নওগাঁ প্রতিনিধি