April 2, 2023, 12:08 am
নওগাঁর রাণীনগরের পারইল গ্রামের একটি বাড়ি থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ জনি ইসলাম (২২) ও বাদল মিয়া (২৪) নামে দ্ইু চোরকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার পারইল গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত জনি ইসলাম উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে ও বাদল মিয়া একই গ্রামের রমজান আলীর ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শনিবার রাতে পারইল ফকিরপাড়া গ্রামের জেমস হোসেনের বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে ২টি কম্পিউটার মনিটর, ১টি প্রিন্টার, ১টি এলএডি টিভিসহ বিভিন্ন মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ওই বাড়ির মালিক ও স্থানীয় লোকজন পুলিশকে জানায়।
এরপর রবিবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগীতায় ওই গ্রামের বাদল মিয়ার বাড়ি থেকে চুরির মালামাল উদ্ধার করে। এ সময় চোর বাদল মিয়া ও জনি ইসলামকে আটক করে পুলিশ। তাদের দুইজনের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নওগাঁ প্রতিনিধি