March 24, 2023, 10:09 am

রাণীনগরে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ রিয়া মুনিকে হত্যা মামলায় স্বামী মিলন মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা সদরের স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিনই দুপুর আড়াই টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মিলন মিয়া উপজেলার ছাতারদিঘী উত্তরপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। এর আগে গত ৫ অক্টোবর স্ত্রী হত্যায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর গ্রামের রুবেল আলীর মেয়ে রিয়া মুনির (১৯) গত দুই বছর আগে ছাতারদিঘী উত্তরপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মিলন মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে রিয়ার শ্বশুরবাড়িতে পারিবারিক কলহ চলছি। আবার যৌতুকের দাবিতে মাঝে মধ্যেই রিয়াকে তার স্বামী মিলনসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর রাতে যৌতুককে কেন্দ্র করে গৃহবধূ রিয়ার সাথে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়া হয়। এরই জের ধরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন রিয়াকে মারপিট করে রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে হত্যা করে বাড়ির পাশে একটি গাছের ডালের সাথে লাশ ঝুলিয়ে রাখে। এরপর বাড়ি থেকে সবাই পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূ রিয়ার বাবা রুবেল বাদি হয়ে রিয়ার স্বামী মিলন, শ্বশুর নুর মোহাম্মদ, শাশুড়ি মনিকা, ননদ-জাসহ এজাহারনামীয় ৭ জনকে ও অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে ৫ অক্টোবর রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, মামলার পর থেকেই নিহত গৃতবধু রিয়ার স্বামী মিলনসহ অন্যান্য আসামিরা পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি মিলনকে সোমবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। এদিনই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আর মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD