March 25, 2023, 8:35 am
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার মুগদায় তাদের ভাড়া বাসা থেকে গলায় ফাসলাগানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ওই শিক্ষার্থীর নাম ছন্দা রায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নের রাউত নগর গ্রামের মনোরঞ্জন রায়ের ছোট মেয়ে। ছন্দা তার স্বামীর সঙ্গে ঢাকার মুগদায় ভাড়া বাসায় থাকতেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ সূত্রে জানা যায়, তিন মাস আগে ছন্দা রায়ের বিয়ে হয়। তার স্বামী বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন। চাকরি সূত্রে তিনি স্বামীর সঙ্গে ঢাকায় থাকতেন। সোমবার দুপুর ১২টায় নিজ রুমে ফাঁস লাগা ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বামী উওম কুমার রায় কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ছন্দার মরদেহ বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, ‘মৃত্যুর খবরটি আমরা মেনে নিতে পারছি না। তিন মাস হলো মাত্র বিয়ে হয়েছে। এরই মধ্যে সে আত্মহত্যা করেছে। কী এমন হয়েছে তার সঙ্গে জানি না।
এ ব্যাপারে ছন্দার বাবা মনোরঞ্জন রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছন্দাকে মানুষিক ভাবে প্রচুর নির্যাতন করা হতো তার অভিযোগ ছন্দাকে হত্যা করা হয়েছে।
একে,আজাদ,রানীশংকৈল (ঠাকুরগাঁও)