March 24, 2023, 8:40 am
এ,কে,আজাদ,রানীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজ এলাকায় নৃশংসভাবে খুনের শিকার কোচিং শিক্ষক হোসেন আলীর(২৫) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
সোমবার সকালে শহরের মহাসড়কে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে ইউনিয়নের শতশত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শুরুর আগে অংশগ্রহণকারী এলাকাবাসী থানার মূলফটকে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে উপজেলা পরিষদের সামনে মহাসড়কে মানববন্ধনে অংশ নেন ইউনিয়ন পৌরশহরের প্রায় পাচ শতাধিক নারী -পুরুষ সহ শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,যুবলীগ সম্পাদক রমজান আলী, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, আ’লীগ নেতা শিক্ষক মকসেদুর রহমান,মোজাম্মেল হক,নিহতের পিতা নুর মোহাম্মদ প্রমুখ।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, হত্যার আজ ১২দিন অতিবাহিত হলেও এ পর্যন্ত একটা আসামিও গ্রেফতার হলোনা কেন। এই হত্যাকান্ডের শিকার ওই কোচিং শিক্ষক এর পরিবার কি সন্তান হারানোর সঠিক বিচার পাবেনা।
বক্তারা আরও বলেন, হত্যাকান্ডের পরে পুলিশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসলে কেন আবার তাদের ছেড়ে দেন। আমাদের প্রশ্ন তারা যদি আসলেই খুনি না হন তাহলে তাদের কেন আটক করা হলো আমরা জানতে চাই।
আপনারা আসামি ধরবেন না ছেড়ে দিবেন আপনাদের বিষয়। আমরা আপনাদের ৭২ ঘন্টা সময় দিলাম।এই সময়ের মধ্যে আমরা হত্যার সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিচার না পেলে রাণীশংকৈল অচল করে দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গ গত বৃহস্পতিবার(২৬ অক্টোবর) উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া বাজার সংলগ্ন একটি ফসলের ক্ষেত থেকে হোসেন আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।