March 25, 2023, 7:54 am

রাতভর ফোন চুরি, নৈশ্য প্রহরীর হাতে ধরা চোর

বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি গ্রামে ঢুকে রাতভর ৭টি মোবাইল ফোন চুরি করে পালানোর সময় নৈশ্য প্রহরীর হাতে ধরা খেয়েছেন রশিদুল ইসলাম (৩৫) নামের এক চোর। আটক রশিদুল নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর উত্তরপাড়া গ্রামের তেছের উদ্দীনের ছেলে। মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার সান্তাহার ইউপির ছাতনী বাজার এলাকায় চোরাই মোবাইলসহ তাকে আটক করা হয়।

স্থানিয় সূত্রে জানাযায়, উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আটক রশিদুল ইসলাম ও তার এক সহযোগি রাতভর ৭টি মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিলো। এ সময় সান্তাহার ইউনিয়নের ছাতনী বাজার অতিক্রম করার সময় তাদের আচরনবিধি সন্দেহজনক হলে নৈশ্য প্রহরী (নাইটগার্ড) কালাম হোসেন তাদের দাঁড়াতে বলেন। রশিদুলের সহযোগি দৌঁড় দিয়ে পালিয়ে গেলেও ওই নৈশ্য প্রহরী তাকে আটক করে। পরে তার হাতে থাকা প্লাষ্টিকের বাজারের ব্যাগ তল্লাশী করে বিভিন্ন প্রকারের ৭টি মোবাইল ফোন পাওয়া যায়। সকালে স্থানিয়রা ওই চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, ওই চোরকে স্থানিয়রা হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। তাকে পুলিশে সোপর্দ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD