March 26, 2023, 3:05 pm
এ,কে,আজাদ,রানীশংকৈল (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁয়ের রানীশংকৈল পৌর শহরের কলেজ হাটের রাস্তা টিনসেটের ঘর ও আশপাশের গজে উঠা অবৈধ্য স্হাপনা উচ্ছেদের লক্ষে ১৩ ই নভেম্বর সকাল সাড়ে ১১টায় ডিগ্রী কলেজের সামনে প্রধান রাস্তায় ঘন্টা ব্যাপী সচেতন এলাকাবাসী মানববন্ধন করেছে।
এ মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক এলাকার সচেতন এলাকাবাসী সহ বিভিন্ন শ্রমিক নেতৃবিন্দ এবং অন্যান্য দলের নেতৃবিন্দরা অংশ গ্রহন করে।
উক্ত মানববন্দনে বক্তব্য রাখেন, সচেতন এলাকাবাসীর পক্ষে সামশুল হক ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইজরাদার এর পক্ষে ঈসা, পল্লিবিদ্যুত ইলেকট্রিশিয়ান রমজান আলী, আঃলীগ নেতা বকুল মাষ্টার,শ্রমিক নেতা প্রদীপ শাহা, শ্রমিক নেতা জামরুল ইসলাম, শামীম,শ্রমিক নেতা আঃ মান্নান,সহ অন্যান্য নেতৃবিন্দ।
বক্তারা মানববন্ধনে বলেন,পৌরশহরের কলেজ হাটের রাস্তা সহ হাটের ভিতরে ও বাইরে একটি অসাধু চক্র অবৈধ্য স্হাপনা নির্মান করে জনসাধারনের চলাচলের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও বাধাগ্রস্হ্য করছে,এসব সকল সমস্যা সমাধানের জন্য অবৈধ্য স্হাপনা উচ্ছেদে পৌর মেয়রের প্রতি দৃষ্টি আকর্ষন করেন।এবং পৌরসভার ডিজিটাল কলেজ হাটে রপান্তরিতের জন্য সর্বপ্রকার সহায়তা চেয়েছেন পৌর মেয়রের নিকট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুফলীগ নেতা রবিউল ইসলাম।