March 24, 2023, 10:13 am
ঠাকুরগাঁয়ের ভোক্তাধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী এবং সহকারী কমিশনার ঈন্দ্রোজিৎ সাহা সমন্বয়ে যৌথ্যভাবে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ১২ই অক্টোবর দুপুরের দিকে উপজেলার পৌর কাচাঁবাজার সহ এক হোটেল ব্যবসায়ী সহ ৩ ব্যবসায়ীকে ভ্রম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।
শিবদিঘী পৌর কাঁচাবাজারে মুদি ব্যবসায়ীকে ২ হাজার টাকা আরেক মুদি ব্যবসায়ীকে ৫ হাজার ও খাবার হোটেলে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান মোবাইল কোর্ট।
জনা যায় দ্রব্যমুল্যের উর্ধগতি,বাজার কারসাজি,সোয়াবীন ও সরিষা বোতলজাত তেলের দাম ও ওজনে কম পাওয়া, মুল্য তালিকা না টাঙ্গানো সহ বাজার নিয়ন্ত্রনের ক্ষেত্রে ভোক্তাধিকার সংরক্ষন অধিদপ্তর এ ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।
একে,আজাদ,রানীশংকৈল(ঠাকুরগাঁও)