March 24, 2023, 10:03 am
একে আজাদ রানীশংকোল ঠাকুরগাঁও :
বুধবার ২০শে অক্টোবর দুপুরের দিকে জহরের নামাজের পরে ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার শিবদিঘী হাফেজিয়া মাদ্রাসার মসজিদ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে স্হানীয়রা জানায়,এই পরিচয়বিহীন বৃদ্ধ জোহরের নামাজের পরে শুয়া অবস্হায় মৃত্যুবরন করেছে এবং ধারনা করা হচ্ছে এই বৃদ্ধটি ভিক্ষাবৃত্তি করত কেননা মৃত্যু অবস্হায় একটা পাত্র পাওয়া গেছে,সেখানে কিছু টাকা ও পয়সা পাওয়া যায়।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্হলে এসে লাসের সুরতহাল রির্পোট তৈরি করে এবং স্হানীয় মাদ্রাসার সেক্রেটারী আইনুল হক,বিশিষ্ট ব্যবসায়ী এম এ খালেক হোটেলের সত্বাধিকারী,মাদ্রাসার সুপার মাজেদুর রহমান সহ স্হানীয় সাংবাদিকের সহায়তায় ওসি এস এম জাহীদ ইকবাল বৃদ্ধের ছবি তোলে তাৎক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট এর মাধ্যমে পরিচয় নিশ্চিতের লক্ষে পোষ্ট করা হয়।
ওসি আরো জানান,আমরা অজ্ঞাত বৃদ্ধের পরিচয় পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছবি পোষ্ট করেছি তবে এই অজ্ঞাত বৃদ্ধের শাস উদ্ধার করে থানায় রাখা হয়েছে তবে পরিচয় পেলে আমরা স্বজনের কাছে হস্তারন করা হবে।