April 1, 2023, 11:27 pm
এ,কে,আজাদ,রানীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ইএসডিও প্রেমদীপ প্রকল্পের অধীনে সহকারি কমিশনার ভূমি কার্যালয়ে ২ নভেম্বর বুধবার ভ’মি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও মূলশ্রোতধারার নেতাদের সাথে ভ’মি বিষয়ে সংবেদনশীল সভা অনূষ্ঠিত হয়।
সভায় সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে বাংলাদেশের উত্তর ও পশ্চিমা অঞ্চলের দলিত ও আদিবাসিদের মর্যাদাপূর্ণ সক্ষম জীবন যাপনের উপর বক্তব্য রাখেন, ইউনিয়ন সহকারি ভ’মি কর্মকর্তা জহিরুল ইসলাম, ভ’পাল চন্দ্র রায়,তহেদা খাতুন, এরিয়া ম্যানেজার শাহ আমিনুল হক, এনএনএমসি সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, এনএনএমসি সহ-সভাপতি সাংবাদিক মোবারক আলী, উপজেলা ম্যানেজার খায়রুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রভাষক আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধখৃষ্ঠান পরিষদের সাংগঠনিক সম্পাদক খোকন সরকার, চপলা রাণী ও ফুলমনি সরেন প্রমুখ।