June 4, 2023, 11:12 pm
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমা সম্রাট : দ্য কিং ইজ হেয়ার-এর দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নিতে এরই মধ্যে ভারতীয় শিল্পী ইন্দ্রনীল সেনগুপ্ত ঢাকায় এসেছেন। তবে শুটিংয়ে অংশ নিচ্ছেন না চিত্রনায়ক শাকিব খান।
এ প্রসঙ্গে রাজ বলেন, ‘আজ দ্বিতীয় লটের শুটিং আফতাব নগরে শুরু করেছি। এ লটে অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অপু বিশ্বাস ও মিশা সওদাগর। শাকিব খান এ লটে শুটিং করবেন না। পরের লটে শাকিব খানের শুটিং আছে। দ্বিতীয় লটের শুটিং চলবে টানা আট দিন।
সম্রাট-দ্য কিং ইজ হেয়ার সিনেমা শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়াও অভিনয় করছেন সুব্রত, শিমুল খান, কাবিলা, ডিজে সোহেল প্রমুখ।