March 25, 2023, 8:15 am

শেফ ফেডারেশনের নামে প্রতারণা

বাংলাদেশ শেফ ফেডারেশনের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে একটি চক্র। সরকারি কোনো অনুমোদন ছাড়াই ফেডারেশনের নাম করে চলে নানা রকম প্রতারণ। শেফ ফেডারেশন এর অর্গানাইজিং সেক্রেটারী সাইমন খান এর বিরুদ্ধে রন্ধন শিল্পে আগ্রহী শিক্ষার্থীদের রন্ধন কোর্স করানোর জন্য অর্থ নিয়ে পরবর্তীতে যোগাযোগ না করা ফোন না ধরার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা তাদের টাকা ফেরত চাইতে গেলে শেফ ফেডারেশনের হুমকি দেয়া হয়।

অনুমোদনহীন শেফ ফেডারেশনের অর্গানাইজিং সেক্রেটারী সাইমন খান, রন্ধন শিল্পী রোমানা আফরোজ রিমঝিম এর স্বামী মাইজুদ্দিন গত ০১/১২/২০২১ ইং তারিখ ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে নগদ ৫ লাখ টাকার চেক আনোয়ার হোসেন ওরফে শেফ সাইমন এর হাতে তুলে দেয় ব্যাবসার জন্য । স্ট্যাম্প তৈরির সময় পরিকল্পিত ভাবে সায়মন তার বিবরণীতে মোঃ আনোয়ার হোসেন সায়মন খাঁন, পিতা শহিদুল ইসলাম খাঁন, মাতা রেনুয়ারা বেগম ও এনআইডি নাম্বার ১৮৭-…-১১২৪ লিখে যা সায়মন এর মোবাইল ০১৮৭৪…১২৪ নম্বর । তার সঠিক এনআইডি কার্ড যাচাইয়ের পর দেখা যায়, আনোয়ার হোসেন পিতা- শহিদুল ইসলাম, মাতা- রেনুয়ারা বেগম, এনআইডি নাম্বার ১৯৬-…-১৭০৯। নিঃসন্দেহে এটি প্রতারনার সামিল।

প্রতারক সায়মন যেখানে প্রতিমাসে ৩০ হাজার টাকা করে লাভ দেয়ার কথা, সেখানে গত ৯ মাসে কোনো লাভ দেয়নি। এমতাবস্থায় লাভের পরিমান দাঁড়ায় মোট টাকাসহ ৭ লাখ ৭০ হাজার টাকা। ভুক্তভোগী যেহেতু বিটিইএ এর সদস্য, সেহেতু গত রোজার মাসে তার একজন পরিচিত ব্যক্তিকে দিয়ে সায়মনকে ফোন করলে সে তালবাহানা করে সময় ক্ষেপন করতে থাকে। গত ২০ আগস্ট জানায়, সে কোনো টাকা দিবেনা। কারণ হলো সে কৌশলে স্ট্যাম্পে জালিয়াতী করেছে।
প্রতারক সায়মন সম্পর্কে জানতে গিয়ে নানান রকম প্রতারণার চিত্র উঠে আসে। রন্ধন শিল্পী মৌসুমি আলম অনেক আগে প্রতি মাসে ৪০ হাজার টাকা লাভ দেয়ার কথা বলে ১ লাখ ৬০ হাজার টাকা দেয় যা আজও ফেরত দেয়নি।

গত ২১ আগস্ট বিষয়টি মিমাংসা করার জন্য অনুমোদনহীন শেফ ফেডারেশন অফ বাংলাদেশ এর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী ও সেক্রেটারী জেনারেল জহির খানের অফিসে গেলে সায়মন তাদের উপর ক্ষিপ্ত হয় এবং টাকা দিতে অস্বীকৃতি জানায়। এসময়ে ভুক্তভোগীদের শেফ ফেডারেশন এর হুমকি দেয় I আলী ও সেক্রেটারি জহির খানও ভুক্তভোগীর সাথে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে, শেফ ফেডারেশনের ফেইসবুক পেজে দেয়া নম্বরে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

 

নিজস্ব প্রতিবেদক

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD